সারাদেশে শিক্ষা ক্যাডারদের কর্মবিরতি সোমবার

শিক্ষা ক্যাডারদের কর্মবিরতি

আগামী সোমবার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকরা। তারা আন্তঃক্যাডার বৈষম্য ও পদোন্নতি-পদ সৃজনের জটিলতা নিরসনের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেছেন।

একইসঙ্গে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

আরো পড়ুন: চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবী

একদিনে কর্মবিরতির পর দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়া না হলে আগামী ১০, ১১ ও ১২ অক্টোবর টানা তিন দিনও কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন বিভিন্ন সরকারি কলেজ ও শিক্ষার দপ্তরে কর্মরত শিক্ষকরা।

গতকাল মঙ্গলবার জেলায় জেলায় সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয় সরকারি কলেজ শিক্ষকদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। সমিতির পক্ষ থেকে এদিন ঝালকাঠি, নওগাঁ, কুড়িগ্রাম, দিনাজপুর, নরসিংদী, শরিয়তপুরসহ বেশ কয়েকটি জেলায় সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির বিভিন্ন জেলা শাখার নেতারা সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।