সাফারি পার্কে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

গাজীপুরে সাফারি পার্কের ইজারাদারদের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। ঘটনার সঙ্গে সম্পৃক্তদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি করেন তারা।

রোববার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে আগামীকাল বেলা ১১টায় একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, ইনস্টিটিউটের পরিচালক সৈয়দ আব্দুল হামিদ, লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আখতার হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান।

মানববন্ধনে বক্তরা বলেন, গাজীপুরের সাফারি পার্কে গতকাল শিক্ষার্থীদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। আমরা এ হামলার বিচার দাবি করছি। তারা বলেন, এ ঘটনা পার্কের ইজারাদার শফিকের (স্বেচ্ছাসেবক লীগ নেতা) রাম রাজত্বের প্রমাণ করে। দলীয় পরিচয় না এনে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এখনও যারা গ্রেফতার হয়নি তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।