সাত কলেজের পরীক্ষা জুনের দ্বিতীয় সপ্তাহে

Image

নিজস্ব প্রতিবেদক,২ মার্চ ২০২৩: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষা আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে আয়োজনের প্রস্তাব করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে।

সভা সূত্রে জানা গেছে, জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরুর প্রস্তাব করা হয়েছে। বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের জন্য তিনটি পৃথক পরীক্ষা নেওয়া হবে। এজন্য প্রাথমিকভাবে তিনটি তারিখও ঠিক করা হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী ভর্তি আবেদন শুরু হবে এপ্রিলে।

আরো পড়ুন: শূন্যপদের চাহিদা অনুযায়ী মিলবে এনটিআরসিএর সনদ

ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি শিক্ষাবার্তাকে জানিয়েছে,আজ বৃহস্পতিবার সাত কলেজের ভর্তি পরীক্ষা নিয়ে একটি আলোচনা হবে।

জুনের দ্বিতীয় সপ্তাহে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আছে কি না, এই সময় পরীক্ষা আয়োজন করা হলে কোনো সমস্যা হবে কি না এটি দেখা হবে। কোনো অসুবিধা না থাকলে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকেই ভর্তি পরীক্ষা শুরু করা হবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।