সরকারী খরচে শিক্ষা সফরে শ্রীলংকা গেলেন দামুড়হুদার প্রধান শিক্ষক কুতুবউদ্দীন

দামুড়হুদা প্রতিdamurhuda-kutub-picনিধি : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর ষ্টেশনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দীন ৭ দিনের সরকারী খরচে শিক্ষা সফরে শ্রীলংকা গেলেন । মঙ্গলবার (১ নভেম্বর) রাত ৮ টায় তিনি ঢাকা ত্যাগ করবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাইমারি এডুকেশন ডেভলপমেন্ট প্রোগ্রাম (পিইডিপি)-৩ এর আওতায় শিক্ষক, ছাত্র, অভিভাবক সম্পর্ক বিষয়ক এ সফরের আয়োজন করেছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে- দুই দেশের প্রাথমিক শিক্ষার তুলনামূলক বিশ্লেষণ ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ। কুতুব ইতিপূর্বে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে খুলনা বিভাগে প্রতিনিধিত্ব করে উপজেলার মান রেখেছেন। তার কাজের স্বীকৃতি হিসেবে তাকে এ সফরে অন্তর্ভূক্ত করা হয়েছে। তার সফরসঙ্গী হচ্ছেন দেশের বিভিন্ন এলাকার আরও ১১ জন শিক্ষক। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের যুগ্মসচিব ইন্দ্র ভুষন অধিকারী টিমলিডার হিসেবে শ্রীলংকা যাচ্ছেন। তার এ সফরকে স্বাগত জানিয়েছে প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির দামুড়হুদা উপজেলার সভাপতি আলাউদ্দিন ও সাধারন সম্পাদক স্বরুপ দাস। আগামী ৯ নভেম্বর টিমটি বাংলাদেশে ফিরে আসবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।