সরকারি স্কুলে ভর্তির নীতিমালা জারি

ভর্তি-শিক্ষা

নিজস্ব প্রতিবেদক, ০৫ ডিসেম্বর, ২০২২:
৪০ শতাংশ এলাকা কোটা ও অন্যান্য কোটা বহাল রেখে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর নতুন শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে জাতীয় শিক্ষা নীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ছয় বছরের বেশি নির্ধারণ করা হয়েছে। তবে, পরবর্তী শ্রেণিতে ভর্তির বয়স নির্ধারণের বিষয়টি ২০২২ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে ধারাবাহিকভাবে প্রযোজ্য হবে বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরো পড়ুনঃ প্রাথমিকে বৃত্তি পরীক্ষা ডিসেম্বরের শেষ সপ্তাহে

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে নীতিমালাটি জারি করা হয়।

নীতিমালা ক্যাচমেন্ট এরিয়ার শিক্ষার্থীদের জন্য সরকারি স্কুলগুলোতে ৪০ শতাংশ কোটা সংরক্ষণের বিষয়টি উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান এবং নাতি-নাতনিদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তির জন্য সরকারি স্কুলে ষষ্ঠ শ্রেণির মোট আসনের ১০ শতাংশ কোটা সংরক্ষণের কথা বলা হয়েছে। আর বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ২ শতাংশ কোটায় সংরক্ষিত থাকবে বলেও নীতিমালায় জানিয়েছে মন্ত্রণালয়। আর শিক্ষা মন্ত্রণালয় বা মন্ত্রণালয়ের অধীনস্ত দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে মহানগর, বিভাগীয় ও জেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য নূন্যতম যোগ্যতা থাকলে ২ শতাংশ কোটা সংরক্ষণ করা হয়েছে। পাঠকদের জন্য সরকারি স্কুলে ভর্তির নীতিমালাটি তুলে ধরা হলো।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।