সরকারি স্কুলে পড়ানো বাধ্যতামূলক আদেশ প্রত্যাহার

primary_education_ministrey_17275অনলাইন ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্তানকে সরকারি স্কুলে পড়ানো বাধ্যতামূলক করে জারিকৃত আদেশ প্রত্যাহার করে নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

মহাপরিচালকের অনুমোদন না নিয়ে শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিটি বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের পরিচালক (পরিচালক পলিসি এবং অপারেশন) আনোয়ারুল হক।

গত বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্তানকে সরকারি স্কুলে পড়ানো ‘বাধ্যতামূলক’ করে চিঠি পাঠানো হয়।

আনোয়ারুল হক শিক্ষাবার্তাকে বলেন, এ সংক্রান্ত নির্দেশনা অনুমোদনের আগেই অফিস স্টাফরা ভুলবশত ই-মেইলে শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দিয়েছিল।

ওই নির্দেশনা প্রত্যাহার করে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা এনিয়ে চুলচেরা বিশ্লেষণ করবো। সরকার প্রয়োজন মনে করলে পরে তা মাঠপর্যায়ে নির্দেশনা আকারে পাঠানো হবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।