সরকারি মাধ্যমিক শিক্ষকদের বদলির নীতিমালা প্রকাশ

Image

সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তন বা বদলির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর ফলে বদলিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের দীর্ঘদিনের বাধা কাটলো।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সরকারি মাধ্যমিক শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ছিলো একটি সুষ্ঠু ও সুসামঞ্জস্যপূর্ণ বদলি নীতিমালা প্রণয়ন ও তার সঠিক বাস্তবায়ন। এতোদিন বদলি নীতিমালা না থাকায় শিক্ষকেরা নানামুখী দুর্ভোগ পোহাচ্ছিলেন। দূরদূরান্ত থেকে কর্মস্থলে আসতে হতো তাদের। এ নিয়ে বিভিন্ন সময়ে শিক্ষকেরা দাবি করে আসছিলেন বদলি নীতিমালা হোক।
এর আগে গত ৪ মার্চ খসড়া বদলি নীতিমালা প্রণয়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে শিক্ষা সচিবসহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, কলেজ ও মাধ্যমিকের পরিচালকেরা এবং মাউশির উপ-পরিচালক ও ঢাকার উপ-পরিচালক সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সূত্র জানায়, দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৬২৭টি এবং স্কুল অ্যান্ড কলেজ রয়েছে ৬৪টি। এগুলোতে শিক্ষক রয়েছেন প্রায় সাড়ে ১৭ হাজার।

এতোদিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির জন্য সুনির্দিষ্ট নীতিমালা ছিলো না। ১৯৯৪ খ্রিষ্টাব্দে একটি পরিপত্র এবং ২০০৫ খ্রিষ্টাব্দে একটি অফিস আদেশ অনুযায়ী বদলি/পদায়ন করা হতো। ২০২২ খ্রিষ্টাব্দের ২৪ মে বদলির জন্য খসড়া নীতিমালা করে আট সদস্যের কমিটি গঠন করা হয়। নীতিমালায় ১৬টি পদে বদলির জন্য অনুমোদনকারী কর্তৃপক্ষ নির্ধারণ করা হয়।

এদিকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, মাধ্যমিক স্তরে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষে সরকারি শিক্ষকদের বদলি নীতিমালা না থাকায় এবং বদলি-পদায়নের ক্ষেত্রে বিদ্যমান পরিপত্র-অফিস আদেশ যুগোপযোগী করার উদ্দেশে এই নীতিমালা প্রণয়ন করা হলো।

নীতিমালার আওতা নিয়ে বলা হয়েছে, শিক্ষার মাধ্যমিক স্তরের সরকারি শিক্ষকদের বদলি-পদায়নের ক্ষেত্রে এই নীতিমালা প্রযোজ্য হবে, সরকার জনস্বার্থে যেকোনো সময় যেকোনো শিক্ষককে বদলি-পদায়ন করতে পারবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।