সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি স্থগিত

ছাত্র

ডেস্ক,১৪ মার্চ:
একযোগে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি স্থগিত করা হয়েছে। দেশে ৩ করোনা রোগী শনাক্তের কারণে এই আয়োজন স্থগিত করার নির্দেশ দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার (১২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. সাইদুর রহমানের সই করা আদেশে বলা হয়, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে একযোগে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনিবার্য কারণে স্থগিত করা হলো।

করোনা পরিস্থিতির কারণে জনসমাগম এড়াতে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়, সারাদেশে ও বিদেশে একযোগে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি আয়োজনের সময়সূচি পুনর্বিন্যাস করে পরে জানানো হবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।