শিক্ষা কর্মকর্তার সামনেই শিক্ষককে পেটালেন স্কুল সভাপতি!

পাবনা প্রতিনিধি

পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে বিদ্যালয়টির সভাপতির বিরুদ্ধে। মঙ্গলবার সকালে বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিদ্যালয়টির সভাপতি হাজী নূর ইসলাম বিভিন্ন বিষয় নিয়ে প্রধান শিক্ষক শামীম আকতারের বিরুদ্ধে সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বরত উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদের কাছে অভিযোগ দেন। তিনি দুজনকে নিয়ে বসে বিষয়টি সমাধান করার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত মোতাবেক আজ সকালে প্রধান শিক্ষক ও সভাপতি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত হন। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক শামীম আকতার নিজের ব্যাখ্যা দেওয়ার একপর্যায়ে সভাপতি তার ওপর চড়াও হন। তিনি ওই প্রধান শিক্ষককে কিল-ঘুষি মারতে থাকেন এবং আশেপাশের আসবাবপত্র দিয়েও আঘাত করেন। ঘটনার আকস্মিকতায় উপস্থিত সবাই হতভম্ব হয়ে যান।

এ বিষয়ে ভুক্তভোগী প্রধান শিক্ষক শামীম আকতার বলেন, ‘আমি আমার বক্তব্য তুলে ধরার সাথে সাথেই সভাপতি আমার ওপর আক্রমণ করেন এবং মারধর করেন।’

সভাপতি হাজী নূর ইসলাম বলেন, ‘তর্ক-বিতর্ক চলাকালীন সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।’

এ বিষয়ে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকী বলেন, ‘আমি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের কপি বেড়া মডেল থানায় এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। তদন্তে সত্যতা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।’

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।