শিক্ষার মান উন্নয়নে রুয়েটে সেল গঠন

রাবি সংবাদদাতা
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বিভিন্ন বিভাগে শিক্ষা ও গবেষণার মান উন্নয়ন, পর্যবেক্ষণ ও পরীক্ষণের উদ্দেশ্যে গঠন করা হয়েছে একটি সেল।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং উচ্চশিক্ষার মান উন্নয়ন প্রকল্পের (হেকেপ) আওতায় এই সেল গঠন করা হয়েছে। এর মূল দায়িত্ব হবে রুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষা ক্যারিকুলাম ও গবেষণার মান আন্তর্জাতিবক পর্যায়ে উন্নতিকরণ।

এতে আরো জানানো হয়, এছাড়া শিক্ষার ক্যারিকুলাম এবং পর্যবেক্ষণ ও পরিবীক্ষণ করা এবং উভয় ক্ষেত্রে মান উন্নয়নে বিভাগগুলোকে পরামর্শ দেয়া। পাশাপাশি বিভাগগুলোর বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা চিহ্নিত করে সেগুলোকে কার্যকরভাবে সমাধানের ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ দেয়া।

নবগঠিত এই সেলের পরিচালক নিযুক্ত করা হয়েছে ইনডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইইপি) বিভাগের প্রধান ও রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোশাররাফ হোসেনকে। এছাড়া এই সেলের অতিরিক্ত পরিচালক নিযুক্ত করা হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. শহীদ উজ জামানকে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।