বদলির তদবির করলে বদলী বন্ধ : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : nahid_209306
ঢাকায় বদলির জন্য সরকারি কলেজের শিক্ষকদের তদবিরের কঠোর সমালোচনা করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বদলির জন্য তার কাছে যতো লোক যান তাদের ৮০ শতাংশ ঢাকায় থাকতে চান।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি কলেজ অধ্যক্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের অনেক টিচার আছেন, সবাই উদগ্রিব, তার পছন্দের জায়গায় যাওয়ার জন্য। আমার কাছে যদি ১০০ জন লোক আসে, তার ৮০ জন আসে কেবল ঢাকায় আসার জন্য।’

এ ধরনের শিক্ষকদের সতর্ক করে দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘মন্ত্রী, সচিব, ডিজির কাছে কেউ এমন রিকমেনডেশন নিয়ে আসলে তার জন্য সেটি নেতিবাচক হিসেবে দেখা হবে।’

এখন থেকে কোনো তদবির চলবে না- এমন মন্তব্য করে তিনি বলেন, ‘বদলির জন্য অনলাইনে আবেদন করবেন। জেনুইন হলে অবশ্যই বদলি করব।’

এ সময় শিক্ষামন্ত্রী ঢাকার বাইরে বিভিন্ন সরকারি কলেজের শিক্ষক সংকটের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ফাহিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলনে সারাদেশের ৩২৯টি প্রতিষ্ঠানের অধ্যক্ষরা অংশগ্রহণ করেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।