শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলের চেয়ে এগিয়ে মেয়েরা

Image

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় বর্তমানে ছেলে শিক্ষার্থীদের চেয়েও বেশি উপস্থিতি রয়েছে মেয়ে শিক্ষার্থীদের। বর্তমানে দেশের ছেলে শিক্ষার্থীদের সংখ্যা ছাড়িয়েছে নারী শিক্ষার্থীদের সংখ্যা। এখন দেশের শিক্ষালয়গুলোতে মেয়ে শিক্ষার্থীদের হার ৫০ দশমিক ৫২ শতাংশ। আর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছেলে শিক্ষার্থীর হার ৪৯ দশমিক ৪৮ শতাংশ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) অডিটোরিয়ামে বার্ষিক শিক্ষাগত পরিসংখ্যানের উপর আয়োজিত এক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়েছে।

বার্ষিক শিক্ষা পরিসংখ্যানে জানানো হয়েছে, দেশে বর্তমানে মাধ্যমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৪৫ হাজার ৬২৬টি। এর মধ্যে ২ হাজার ৬৩৮টি প্রতিষ্ঠান সরকারি এবং বেসরকারি খাতে রয়েছে মোট ৪২ হাজার ৯৮৮টি শিক্ষালয়। অর্থাৎ দেশে সরকারি উদ্যোগের চেয়েও ১৬ গুণ বেশি রয়েছে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান।

আরও পড়ুন: ঢাবি ভর্তি পরীক্ষার ফল পুননিরীক্ষণের আবেদন শুরু ৩১ মার্চ

দেশে বর্তমানে মাধ্যমিক স্তর থেকে শুরু করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত বর্তমানে মোট শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ২ লাখ ৯৬ হাজার ৬৯৫ জন। এর মধ্যে নারী শিক্ষার্থী ৫০ দশমিক ৫২ শতাংশ, সংখ্যার হিসেবে যা ৫২ লাখ ১ হাজার ৮৯০ জন। বিপরীতে ছেলে শিক্ষার্থীদের সংখ্যা ৫০ লাখ ৯৪ হাজার ৮০৫। বর্তমানে দেশের শিক্ষালয়গুলোতে ছেলেদের চেয়ে ১ লাখ ৭ হাজার ৮৫ জন বেশি মেয়ে শিক্ষার্থী পড়াশোনা করছেন।

এছাড়াও বার্ষিক শিক্ষা পরিসংখ্যানে আরও তুলে ধরা হয়েছে, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক সংখ্যাও। এতে দেখা গেছে, দেশে বর্তমানে মোট শিক্ষক রয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৩৯ জন। এর মধ্যে নারী শিক্ষকের সংখ্যা ১ লাখ ৮২ হাজার ২৮৮ জন; যা মোট সংখ্যার ২৮ দশমিক ২২ শতাংশ। সে হিসেবে দেশের শিক্ষালয়গুলোতে নারী শিক্ষকরা পিছিয়ে রয়েছে পুরুষ শিক্ষকদের তুলনায়। বর্তমানে দেশের মাধ্যমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত পুরুষ শিক্ষকের হার ৭১ দশমিক ৭৮ শতাংশ।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।