শিক্ষকদের দাবি মেনে নিতে প্রধানমন্ত্রীকে এরশাদের অনুরোধ

ঢাকা: 118144শিক্ষকদের দাবি মেনে নিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।

তবে শিক্ষকদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বলেছেন, ‘প্রধানমন্ত্রী আপনি তো মা, তাই আপনার সন্তানদের দাবি মেনে নিন।’

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সৃষ্টপদে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে অমরণ অনশনরত শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি এসব কথা বলেন।

দুই সপ্তাহের বেশি সময় ধরে প্রেসক্লাবের সামনে অবস্থান করেন শিক্ষকদের একাংশ।

এরশাদ বলেন, বাবা মায়ের পরে শিক্ষকদের স্থান, তারা রাস্তায় অবস্থান করছেন।অথচ কেউ দেখার নেই।

এরশাদ বলেন, পাঁচ বছর বিনা বেতনে চাকরি করে এ শিক্ষকরা এতদিন বেঁচে আছেন কিভাবে এটাই প্রশ্ন।

এরশাদ বলেন, শিক্ষকরা আমাদের মানুষ করে আর এই শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছেন।

অনশন প্রত্যাহার করে শিক্ষকদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, যেহেতু শিক্ষামন্ত্রী দেশের বাহিরে তাই আমি শিক্ষা সচিবের সঙ্গে কথা বলেছি। আশা করবো সংশ্লিষ্টরা যথাযথ ব্যবস্থা নিবেন।

এসময় তিনি শিক্ষকদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।

এর আগে দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা এ কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছিলেন সংগঠনের সভাপতি প্রদীপ চন্দ্র রায়।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।