শাবিপ্রবির অষ্টম মেধাতালিকা প্রকাশের পর স্থগিত

Image

নিজস্ব প্রতিবেদক,২৮ ডিসেম্বর ২০২২:

গুচ্ছভুক্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির অষ্টম মেধা তালিকা প্রকাশের পর তা স্থগিত রাখা হয়েছে। একটি নোটিশ দিয়ে মেধাতালিকা ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ মেধাতালিকায় সপ্তম মাইগ্রেশনসহ তিনটি ইউনিটে মোট ৩৭৮ জন শিক্ষার্থী স্থান পেয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে স্থগিতের নোটিশে বলা হয়েছে, জিএসটির পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত শাবিপ্রবির অষ্টম ধাপের বিভিন্ন বিষয়ে সুযোগ দিয়ে প্রকাশিত মেধাতালিকা স্থগিত থাকবে।
এর আগে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অষ্টম মেধাতালিকা প্রকাশ করা হয়। এতে বলা হয়েছিল, অষ্টম মেধা তালিকায় ‘এ’ ইউনিট (বিজ্ঞান শাখা) ৩২১ জন, ‘বি’ ইউনিট (মানবিক শাখা) ৪৩ জন এবং ‘সি’ ইউনিট (বাণিজ্য শাখা) ১৪ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছেন। সপ্তম মাইগ্রেশনেও শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন হয়েছে।

আরো পড়ুন:গুচ্ছ ভর্তিতে মাইগ্রেশন বন্ধ কেন অবৈধ নয় জানতে চায় হাইকোর্ট

ভর্তি কমিটি সূত্রে জানা যায়, ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে এবার ‘এ’, ‘বি’ ও ‘সি’ তিনটি ইউনিটে মোট ১ হাজার ৬৬৬ আসন রয়েছে। এর মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোয় ১ হাজার ৫১টি, এবং সামাজিক বিজ্ঞান ও বাণিজ্য অনুষদভুক্ত বিভাগগুলোতে ৬১৫টি আসন রয়েছে। এতে তিনটি ইউনিটের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৯ হাজার ৯২০জন, মানবিক বিভাগে ‘বি’ ও ‘সি’ ইউনিটে মোট ৪ হাজার ৭৪৭জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে মোট ২ হাজার ৭জন শিক্ষার্থী আবেদন করেন।

সাত ধাপে সর্বমোট ১ হাজার ২৮৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন, ফলে আসন খালি রয়েছে ৩৭৮টি। ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য admission.sust.edu.bd/applicationprocedure-এ ওয়েবসাইট থেকেও জানা যাবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।