রোকেয়া বিশ্বাবিদ্যালয়ের প্রভাষক নিয়োগ স্থগিত

স্টাফ রিপোর্টার॥ মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ না করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৫ বিভাগে প্রভাষক নিয়োগ সংক্রান্ত জারি করা বিজ্ঞপ্তির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে রুল জারি করেছেন আদালত। রুলে শিক্ষক নিয়োগে বিশ্ববিদ্যালয়ের আইন ব্যত্যয় ঘটানো কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, বিশ্ববিদ্যালয় উপাচার্য ও রেজিস্ট্রারকে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।

ওই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। আদালতে আজ রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী কে এম হাফিজুল আলম রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।