রাবির ১০ম সমাবর্তনের নিবন্ধন শুরু ৩ নভেম্বর

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ম সমাবর্তনে অংশগ্রহণের জন্য আগামী ৩ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর ২০১৬ পর্যন্ত।

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মো. মশিহুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে পিএইচডি, এমফিল, স্নাতকোত্তর এবং এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারীগণ এই সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। সমাবর্তন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd থেকে জানা যাবে।

প্রসঙ্গত, ১০ম সমাবর্তন আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। এর আগে দশম সমাবর্তন আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে প্রাথমিকভাবে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। তিনি জানান, সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদের পরিবর্তে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সমাবর্তনের সভাপতিত্ব করবেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।