রাবির এ ইউনিটের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

Image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল বুধবার (১৩ মার্চ) প্রকাশ হতে পারে। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে ‘এ’ ইউনিটের সমন্বয়কারী ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. এক্রাম উল্যাহ এ তথ্যটি নিশ্চিত করেন।

ফল প্রকাশিত হলে পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তা জানতে পারবেন। অধ্যাপক মো. এক্রাম উল্যাহ বলেন, ফল প্রকাশ করতে আমাদের প্রায় সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। তবে কিছু ওএমআর পুনরায় চেক করা হচ্ছে।

তিনি বলেন, ফল প্রকাশের নির্দিষ্ট সময় বলা কঠিন। তাড়াহুড়ো করে প্রকাশের থেকে একটু দেরি করা ভালো। তবে আগামীকাল ফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুব বেশি।

আরো পড়ুন: রমজানে খোলাই থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান: আপিল বিভাগ

এর আগে গত ৬ মার্চ চারটি শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম তিন গ্রুপে ১৮ হাজার ৬৯৬ জন করে এবং চতুর্থ গ্রুপে ১৮ হাজার ৬৯৭ জন পরীক্ষা দেন। মোট ৭৪ হাজার ৭৮৫ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। উপস্থিতির শতকরা হার ছিল প্রায় ৯১ শতাংশ।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।