রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ডিম বিতরণ

Image

বিশ্ব ডিম দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এলাকা হরিজন পল্লী, এতিমখানা, পরিচ্ছন্নকর্মী, রাজশাহী উপশহরের শেখ রাসেল পুনর্বাসন কেন্দ্র ও মেহেরচন্ডি পানিসম্পদ সমৃদ্ধ গ্রামগুলোতে ৩ হাজার ডিম বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ লাইভ স্টক সোসাইটি ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ড্রাস্ট্রিজ কো-অর্ডিনেশন কাউন্সিল এ উদ্যোগ নিয়েছে।

ডিম বিতরণের আগে শুক্রবার (৮ অক্টোবর) সকাল ৯টায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

‘প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই’ শীর্ষক আলোচনা সভাটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. হেমায়েতুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. এস এম কামরুজ্জামান, প্রফেসর ড. মাহবুবুর রহমান, ড. রায়হান গফুর ও ড. রিয়াজল ইসলাম প্রমুখ।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।