যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষককে অব্যাহতি

Image

নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নুরুল ইসলামকে সব একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার সিন্ডিকেট সভা হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রথম বর্ষের এক শিক্ষার্থী অধ্যাপক নুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। বিষয়টি যাচাই-বাছাই করতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়।

কমিটি সুপারিশ করে অধিক তদন্তের জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলে পাঠায়। অধিক তদন্ত করে তিন মাসের মধ্যে যৌন নিপীড়নবিরোধী সেলকে প্রতিবেদন দিতে বলেছে সিন্ডিকেট। একই সঙ্গে তদন্ত চলাকালে সব একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে নুরুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত বছরের ১১ নভেম্বর প্রথম বর্ষের ওই শিক্ষার্থী ইনস্টিটিউটে গেলে নিজ কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করার অভিযোগ ওঠে নুরুল ইসলামের বিরুদ্ধে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।