মেস ভাড়া নিয়ে দ্বন্দ্বে রাবি ছাত্রকে মারধরের অভিযোগ

Image

মেস ভাড়া নিয়ে দ্বন্দ্বে শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর মন্ডলের মোড় এলাকার ‘সুজন ম্যানশন’ ছাত্রাবাসে রকিবুল ইসলাম নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে মেস মালিকের ছেলের বিরুদ্ধে।

ভুক্তভোগী রকিবুল রাবির হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে, অভিযুক্ত সুজন ‘সুজন ম্যানশনের’ মালিক এসার উদ্দীনের ছেলে।

ভুক্তভোগী রকিবুলের অভিযোগ, ২৬ সেপ্টেম্বর থেকে তাদের বিভাগের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। এজন্য সম্প্রতি মোবাইল ফোনে কথা বলে সুজন ম্যানশনে একটি রুম বুকিং দেন তিনি। ৪ সেপ্টেম্বর তিনি রাজশাহী এসে সেই মেসের একটি রুমে উঠেন। এক বন্ধুর সহায়তায় রুমটি পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। মেস মালিক বিষয়টি অবগত ছিলেন। কিন্তু ৮ সেপ্টেম্বর মেস মালিকের ছেলে সুজন এসে ওই রুমে আরেকজনকে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান। রকিবুলকে আরেকটি রুমে চলে যেতে বলেন। হঠাৎ শুক্রবার দুপুরে জুমার নামাজের পর আবার এসে তাকে রুম ছাড়তে বলেন।

রকিবুল আরও জানান, তিনি একমাস পর রুম ছাড়ার কথা বললে রেগে যান সুজন। তখনই রুম ছেড়ে চলে যেতে বলেন তিনি। পরে টাকা ফেরত চাইলে রকিবুলকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে শুরু করেন।

ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত সুজনের মোবাইল ফোনে বারবার ফোন দিলেও ধরেননি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে অভিযুক্ত সুজনকে পাওয়া যায়নি। আমরা তাকে ধরার চেষ্টা করছি।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।