মেডিকেল ভর্তি পরীক্ষা কোন সিলেবাসে ?

Image

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে। এবারও পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষার প্রশ্ন করা হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, করোনাভাইরাস মহামারির মধ্যে এইচএসসি পরীক্ষার্থীদের ‘অটোপাস’ দেওয়া হয়, এছাড়া করোনা পরবর্তী সময়ে সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তখনও পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকেই মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে। এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকবে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা  জানান, ‘ভর্তি পরীক্ষার কোনো সংক্ষিপ্ত সিলেবাস হয় না। ফলে মেডিকেল ভর্তি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকেই অনুষ্ঠিত হবে। তবে এইচএসসিতে যে সিলেবাস শিক্ষার্থীদের পড়ানো হয়েছে সেখান থেকে প্রশ্নের প্রাধান্য থাকতে পারে।’

আরও পড়ুন: আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেলে ভর্তি আবেদন শুরু ১৩ ফেব্রুয়ারি

ওই কর্মকর্তা আরও জানান, ‘আমাদের প্রশ্নকর্তারা অনেক বিচক্ষণ মানুষ। তারা বাস্তবতা বুঝেই প্রশ্ন করে থাকেন। কাজেই কোন সিলেবাসে প্রশ্ন করা হবে সেদিকে নজর না দিয়ে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হতে হবে। দ্রুত সময়ের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।’

এদিকে এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আসতে পারে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় পাস নম্বর বাড়ানো, সরকারি মেডিকেলে সুযোগ পাওয়াদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে ১০ নম্বর কাটা এবং ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ানো অন্যতম।

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা বলেন, ‘২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়গুলো মন্ত্রণালয়ের সভায় উপস্থাপন করা হবে। মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে আমরা তা বাস্তবায়ন করব।’

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।