মুক্তপাঠে প্রশিক্ষণের নির্দেশ ইবতেদায়ি শিক্ষকদের

Image

ডেস্ক,১৬ ফেব্রুয়ারী ২০২৩: প্রাথমিক ইবতেদায়ির শিক্ষকদের অধিকতর দক্ষ করতে ই-লার্নিং প্ল্যাটফর্ম মুক্তপাঠে প্রশিক্ষণের নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর।

জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১-এর আলোকে প্রণীত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুযায়ী এ নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন: ৩ মার্চের মধ্যে যে প্রশিক্ষণ করতে হবে প্রাথমিকের সব শিক্ষককে

বুধবার (১৫ ফেব্রুয়ারি) গবেষণা ও উন্নয়ন শাখার পরিচালক মো. জিয়াউল আহসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। কোর্সে ছয়টি মডিউল ও প্রতিটিতে ৩-৫টি লেসন রয়েছে। প্রতিটি পাঠে পূর্ব অভিজ্ঞতা প্রশ্নমালা, ভিডিও কনটেন্ট, পাঠ সহায়িকা (পিডিএফ), স্ব-মূল্যায়ন (কুইজ), মতামত ও আলোচনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২৩ শিক্ষাবর্ষ থেকে ইবতেদায়ি স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুযায়ী শিখন কার্যক্রম চালু হতে যাচ্ছে। শিক্ষাক্রম বাস্তবায়নের নিমিত্ত সব শিক্ষকের জন্য জাতীয় শিক্ষাক্রম ২০২১ (প্রাথমিক ইবতেদায়ি স্তর) এর বিস্তরণ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ চালু হয়েছে।

সরকারি, বেসরকারি ইবতেদায়ি মাদরাসার সব শিক্ষককে ই-লার্নিং প্ল্যাটফর্ম মুক্তপাঠে dpe.muktopaath.gov.bd যুক্ত হয়ে প্রশিক্ষণটি সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে অধিদফতর।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।