মিয়ানমারের মাগওয়েতে সেনাদের সঙ্গে সংঘর্ষে নিহত ২০ গ্রামবাসী

ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। সামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করতে সাবেক সরকারের পার্লামেন্ট সদস্যরা জাতীয় ঐক্যের সরকার গঠন করেন। এরই ধারাবাহিকতায় মিয়ানমারে উত্তর-পশ্চিমাঞ্চলে মাগওয়েতে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ গ্রামবাসী নিহত হয়েছে।

শনিবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, গাঙ্গ উপশহরের কাছে সেনাবাহিনী বৃহস্পতিবার চারটি গাড়িতে শতাধিক সেনা সদস্য আসে। মাইন থার ও আশেপাশের ৪ টি গ্রামের নিরাপত্তা নিশ্চিতে এই সেনারা এসেছিল। তাদের গ্রামে প্রবেশ ঠেকাতে গুলি শুরু করে জাতীয় ঐক্যের সরকারের প্রতিরোধ বাহিনী। পরে দুই পক্ষে গুলি বিনিময় শুরু হয়ে যায়।

গ্রামের এক বাসিন্দা বলেছেন, ‘আমাদের কাছে কেবল হাতে তৈরি বন্দুক ছিল। সেনাদের গুলি শুরু হলে এগুলো অকার্যকর হয়ে যায়। অস্ত্রের ভারসাম্য না থাকায় বহু হতাহত হয়েছে।’ প্রতিরোধ বাহিনীর অধিকাংশ সদস্য তরুণ। নিহতদের মধ্যে পাঁচ জন ৯ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী। এদের মধ্যে মাধ্যমিক স্কুলের এক শিক্ষকও রয়েছেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।