মাস্টার অব অ্যাডভান্সড স্টাডিজ প্রোগ্রামে ভর্তি শুরু ১০ জুলাই

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস শিক্ষা কার্যক্রমের আওতায় মাস্টার অব অ্যাডভান্সড স্টাডিজ (MAS) প্রোগ্রামে বাংলা, ইতিহাস, অর্থনীতি, সমাজবিজ্ঞান, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স বিষয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

নির্বাচিত শিক্ষার্থীদের ১০ জুলাই থেকে ২০ জুলাই ২০১৬ তারিখের মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে। ২১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে ক্লাস শুরু হবে। বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) থেকে জানা যাবে।

বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।

অন্যদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের তৃতীয় বর্ষ অনার্স পরীক্ষার ফরম পূরণ অনলাইনে আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে।

ফরম পূরণসহ অন্যান্য বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) এবং (www.nu.edu.bd/203) থেকে জানা যাবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।