মাউশির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস: কলেজশিক্ষক বরখাস্ত

Image

নিজস্ব প্রতিবেদক,৩০ জুলাই ২০২২: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মো. রাশেদুল ইসলামকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি পটুয়াখালী সরকারি কলেজের মৃত্তিকাবিজ্ঞান বিষয়ের প্রভাষক পদে কর্মরত ছিলেন।

আরো পড়ুনঃ শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

বৃহস্পতিবার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক সাক্ষরিত এক নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, মাউশির নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের শিক্ষক রাশেদুল ইসলামের বিরুদ্ধে গত ১৪ মে লালবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রশ্নফাঁসের মতো ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ উত্থাপিত হওয়ায় রাশেদুল ইসলামকে পটুয়াখালী সরকারি কলেজের চাকরি থেকে সাময়িকভাবে বরখান্ত করা হলো।

আরও বলা হয়, বিধি মোতাবেক তিনি বরখাস্তকালীন খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।