ভারতীয় দল ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা

Image

ক্রীড়া ডেস্ক,০৯ নভেম্বর ২০২১,
সাজঘরে আর শোনা যাবে না সেই গম্ভীর গলা। রবিচন্দ্রন অশ্বিন বলেছিলেন, তার ‘হুঙ্কার’ চমকে দেয় সকলকে। সেই চমকে যাওয়া এবার বন্ধ। ভারতীয় দলের কোচ হিসেবে মেয়াদ শেষ রবি শাস্ত্রীর। নামিবিয়া ম্যাচ শেষে সাজঘরে দলের সকলের উদ্দেশে বিদায়ীবার্তা দিলেন ভারতের প্রধান কোচ।

রবি শাস্ত্রী বলেন, ‘দল হিসেবে আমার প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছো তোমরা। গত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে তোমরা জিতেছ। তোমরা শুধু সেরা ভারতীয় দল নয়, ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা দল হয়ে উঠেছো। সেই ফলাফল সকলের সামনে রয়েছে।’

শেষ বক্তৃতায় ট্রফি না জেতার কথাও বলেছেন শাস্ত্রী। তিনি বলেন, ‘আমরা এই প্রতিযোগিতা জিততে পারিনি। বেশ কিছু প্রতিযোগিতায় জেতার মুখ থেকে ফিরে আসতে হয়েছে। কিন্তু সেটা হতেই পারে।’

আরো খবর: বিশ্রাম পায়নি দল, সৌরভের বোর্ডের ঘাড়ে দোষ চাপালেন বিদায়ী কোচ রবি শাস্ত্রীও

তিনি বলেন, ‘আবার সুযোগ পাবে তোমরা। যত দিন যাবে তত অভিজ্ঞতা বাড়বে, সুযোগ তত বেশি আসবে। তবে এটা আমার কাছে সবচেয়ে বড় বিষয় নয়। জীবনে সবচেয়ে বড় হচ্ছে প্রতিকূলতা পার করে এগিয়ে যাওয়া। সব বাধা টপকে এগিয়ে যাওয়া।’

শাস্ত্রী বলেন, ‘শেষ দুই বছর কঠিন ছিল তোমাদের জন্য। করোনার জন্য অনেক বাধা এসেছে, সেসব অতিক্রম করেছো তোমরা। মানসিকভাবে তোমরা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছো- এ ভারতীয় দলের এটাই সবচেয়ে ভাল লেগেছে আমার।’

শেষ বারের মতো ভারতীয় দলকে বার্তা দিলেন কোচ শাস্ত্রী। সকলকে বিদায় জানিয়ে এবারের মতো দায়িত্ব ছাড়লেন তিনি। সূত্র: আনন্দবাজার অনলাইন

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।