বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ NTRCA রেজিস্ট্রেশন সময় বৃদ্ধি

ঢাকা: দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে অনুসরণীয় পদ্ধতি প্রসঙ্গে গত ৩০ ডিসেম্বর ২০১৫ তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্রে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) কে শিক্ষক নিয়োগের লক্ষ্যে প্রার্র্থী বাছাইয়ের দায়িত্ব দেয়া হয়। এ প্রেক্ষিতে অনলাইনে আবেদন গ্রহণ করে Software এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মেধার ভিত্তিতে প্রার্থী বাছাই কার্যক্রম শুরুর পূর্বশর্ত হিসেবে প্রতিটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এনটিআরসিএ’র ওয়েবসাইট www.ntrca.gov.bd এ রেজিস্ট্রেশন আবশ্যক। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

ইতোমধ্যে দেশের সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে ৭ মে ২০১৬ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করার জন্য এনটিআরসিএ’র পক্ষ হতে ঝগঝ প্রেরণ করা হয়েছে। যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এখনও রেজিস্ট্রেশন করতে পারেনি তাদেরকে ১৪ মে ২০১৬ তারিখের মধ্যে অবশ্যই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া দেশের সকল জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণকে তাঁর নিজ এলাকার প্রতিষ্ঠানসমূহের রেজিস্ট্রেশন কার্যক্রম তদারক করার জন্য পুনরায় অনুরোধ করা হয়েছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।