বেসরকারি শিক্ষক নিয়োগ: ৭ মে’র মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানকে

ঢাকা: শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে ৭ মে’র মধ্যে প্রার্থী বাছাই কার্যক্রমেimages_125596র জন্য রেজিস্ট্রেশন করার আহ্বান করা হয়েছে।

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

জানা যায়, গত ৩০ ডিসেম্ব¦র ২০১৫ তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্রে এনটিআরসিএ-কে এ দায়িত্ব দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থী বাছাই কার্যক্রমের পূর্বশর্ত হিসেবে প্রতিটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে ৭ মে’র মধ্যে এনটিআরসিএ’র ওয়েবসাইট www.ntrca.gov.bd এ রেজিস্ট্রেশন করতে হবে। এ লক্ষ্যে দেশের সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে রেজিস্ট্রেশন করার জন্য ইতোমধ্যে এনটিআরসিএ’র পক্ষ হতে এসএমএস প্রেরণ করা হয়েছে। এছাড়া, ৭ মে’র মধ্যে উক্ত রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে এনটিআরসিএ’র পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। একই সাথে দেশের সকল জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তাঁদের নিজ এলাকার প্রতিষ্ঠানসমূহের রেজিস্ট্রেশন কার্যক্রম তদারক করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।