বেতন-পেনশন নিরূপণে অনলাইন পদ্ধতির উদ্বোধন

ঢাকা: সরmuhidকারি কর্মচারীদের বেতন ও পেনশন নিরূপণে অনলাইন পদ্ধতির প্রবর্তন করেছে অর্থ মন্ত্রণালয়। এ পদ্ধতির মাধ্যমে ১১ লাখ সরকারি কর্মচারী নিজেই অনলাইনে অষ্টম বেতন কাঠামোয় নিজের বেতন ও পেনশন কত দাঁড়াল, তা নিরূপণ করতে পারবেন। পাশাপাশি অনলাইন ব্যাংকিং সুবিধা নিয়ে অফিস বা ঘরে বসে বেতন-ভাতা তুলতে পারবেন।

আজ সচিবালয়ে এ পদ্ধতির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘প্রশাসনিক ব্যবস্থার ২৬৮ বছর পর আমরা একটি নতুন পদ্ধতিতে প্রবেশ করলাম। এতদিন কর্মচারীদের বেতন-ভাতা নিরূপণ ও ওঠাতে গিয়ে যে বিড়ম্বনা পোহাতে হতো, আজ তার অবসান হলো।’

অর্থ মন্ত্রণালয়ের এ পদ্ধতিতে ওয়েবসাইটে প্রবেশ করে মোবাইল ফোনের নম্বর লিখলেই ব্যাংকের হিসাব নম্বরের সব তথ্য চলে আসেবে।

উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, মন্ত্রিপরিষদ সচিব মো. সফিউল আলম, অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদ, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।