বৃত্তি পরীক্ষার ফল মঙ্গলবার

Image

আগামী ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবারের মধ্যে প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।  কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী মঙ্গলবার ফল প্রকাশের সম্ভাবনাই বেশি।

আরো পড়ুন: দর্শনায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

এবার প্রাথমিকে বৃত্তি পাবে সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবেন। প্রতি ক্যাটাগরিতে ৫০ শতাংশ ছাত্র ও ৫০ শতাংশ ছাত্রী বৃত্তির জন্য নির্বাচিত হবেন। দীর্ঘ ১৩ বছর পর ২০২২ খ্রিষ্টাব্দে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়া সারাদেশের ৫ লাখের বেশি শিক্ষার্থী গত ৩০ ডিসেম্বর বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
একটি সূত্র শিক্ষাবার্তাকে জানিয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে আয়োজিত জানুয়ারি মাসের মাসিক সমন্বয় সভায় ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। নীতিমালা অনুযায়ী ফল প্রকাশ হবে।

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম গত শুক্রবার রাতে দৈনিক আমাদের বার্তাকে বলেন, বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সুনির্দিষ্টা তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।