বাসপ্রাবিপ্রশি সমিতি কর্তৃক শিক্ষা আইন-২০১৫ এর খসরা পর্যালোচনা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: বাসপ্রাবিপ্রশি সমিতি কর্তৃক শিক্ষা আইন-২০১৫ এর খসরা পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকালে প্রধান শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে এক গুরুত্বপূর্ন বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির মুখপাত্র খাইরুল ইসলাম।

প্রাথমিক শিক্ষার ‍গুনগত মান উন্নয়নে শিক্ষা আইন- ২০১৫ তে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে আইনের ধারা এবং উপধারার বিপরীতে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির উপর ধারার বিপরীতে প্রস্তাব প্রেরনের জন্য অনুরোধ করা হয়েছে।

এদিতক কেন্দ্রিয় আহবায়ক জনাব রিয়াজ পারভেজ এর পরামর্শক্রমে  নিন্মরূপ আহবায়ক কমিটি গঠন করা হলো।

আহবায়কঃ
জনাব আবুল হোসেন, সিলেট।

সদস্যগণের নামঃ
১। জনাব স্বরূপ কুমার দাস, চুয়াডাঙ্গা।
২। জনাব রনজিৎ ভট্রাচার্য, চট্রগ্রাম।
৩। জনাব শাহ আলম, বরিশাল।
৪। জনাব সবিনয় দেওয়ান, রাঙামাটি।
৫। জনাব হায়দার জাহান, নেত্রকোনা।
৬। জনাব জসিম উদ্দিন, লক্ষ্মীপুর।
৭। জনাব মুসলিম আলী সরকার, গাইবান্ধা।
৮। জনাব ফরহাদ আহমেদ চৌঃ বি.বাড়িয়া।
৯। জনাব নাসরিন সুলতানা, ঢাকা।
১০। জনাব আমির হোসেন নয়ন,বান্দরবান।

আগামী ২৬ অক্টোবর, ২০১৫ এর মধ্যে কমিটিকে [email protected] ঠিকানায় রিপোর্ট প্রদানের জন্য জোড় অনুরোধ করা হয়েছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।