বার্ষিক পরীক্ষায় ‘অটো প্রমোশন’ দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী

ঢাকা: jsc & jdc_শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বার্ষিক পরীক্ষায় ‘অটো প্রমোশন’ দেওয়া হবে না। পরীক্ষা শেষে পাস করলে ওপরের শ্রেণীতে উত্তীর্ণ করা হবে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
অবরোধ-হরতালসহ রাজনৈতিক সহিংসতায় বর্তমানে বার্ষিক পরীক্ষার সময়সূচির বিঘ্নিত হচ্ছে। বেশির ভাগ বিদ্যালয়ই নির্ধারিত সময়ে পরীক্ষা নিতে পারছে না। এ পরিস্থিতিতে কোনো কোনো বিদ্যালয় যে কয়টি পরীক্ষা হয়েছে, তার ভিত্তিতে ওপরের শ্রেণীতে উত্তীর্ণ করার চিন্তা-ভাবনা করছে। অভিভাবকদের অনেকে অটো প্রমোশন দেওয়ার দাবি তুলছেন।
এমন অবস্থায় সরকারের অবস্থান পরিষ্কার করলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘এটা করতে গেলে খারাপ নজির হবে।’
শিক্ষামন্ত্রী জানান, সম্প্রতি অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের যে অভিযোগ উঠেছিল, তদন্ত কমিটি এর প্রমাণ পায়নি।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।