বাউবির পরীক্ষা শুরু ২৮ অক্টোবর

Image

নিজস্ব প্রতিবেদক, ২৬ অক্টোবর, ২০২২:

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি পরিচালিত বিএ ও বিএসএস পরীক্ষা-২০২০ ২৮ অক্টোবর থেকে দেশব্যাপী একযোগে শুরু হবে। সারা দেশের জেলা উপজেলা পর্যায়ের সরকারি বেসরকারি কলেজের ৩২৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারে মোট ৩ লাখ ৫০ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এরমধ্যে পুরুষ পরীক্ষার্থী ২ লাখ ৪ হাজার ৬৭৮ জন এবং নারী ১ লাখ ৪৬ হাজার ২৮১ জন।

আরো পড়ুন: স্নাতক ১ম বর্ষে ভর্তি শেষ হচ্ছে আজ

ওই বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ.ফ.ম মেজবাহ উদ্দিন জানান, প্রতিবারের মতো এবারও প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের ব্যবস্থা গ্রহণ করবে। বিস্তারিত বাউবির ওয়েবসাইট www.bou.ac.bd থেকে জানা যাবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।