বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বিতর্কিত আউট অ্যাঞ্জেলো ম্যাথেউজ

Image

বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বিতর্ক। মাঠে নেমে কোনও বল না খেলেই আউট হয়ে ফিরতে হল শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথেউজকে। শাকিব আল হাসানদের আবেদন মেনে নিলেন আম্পায়ার। মাঠে নেমে নির্ধারিত সময়ের থেকে দেরিতে স্ট্রাইক নেওয়ায় ফিরতে হল তাঁকে।

আরো পড়ুন: বিশ্বকাপের মাঝ পথেই বরখাস্ত পুরো ক্রিকেট বোর্ড

শ্রীলঙ্কার ইনিংসের ২৫তম ওভারে ঘটে এই ঘটনা। সাদিরা সমরবিক্রম আউট হওয়ার পরে খেলতে নামেন ম্যাথেউজ। কিন্তু তিনি স্ট্রাইক নেওয়ার আগেই মাঠের আম্পায়ারের কাছে আবেদন করেন শাকিবেরা। তাঁদের দাবি ছিল, নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছে। তা-ও ম্যাথেউজ স্ট্রাইক নেননি।

বাংলাদেশের আবেদনের পরে অনেক ক্ষণ ম্যাথেউজ, শাকিব ও আম্পায়ারদের মধ্যে আলোচনা হয়। তার পর আম্পায়ার ম্যাথেউজকে জানান যে ক্রিকেটের নিয়মের মধ্যে তিনি আউট। সেই কারণে মাঠ ছাড়তে হয় ম্যাথেউজকে। ফেরার সময় বোঝা যাচ্ছিল, এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তিনি।

সূত্র : আনন্দবাজার

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।