বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খাবার হোটেলে অভিযান

Image

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসের খাবার হোটেলগুলো পরিদর্শন করেছে প্রক্টরিয়াল বডি। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে খাবার হোটেলগুলোতে খাদ্যের মান ও খাদ্যমূল্যের ওপর বাকৃবি প্রশাসন এ অভিযান পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন বাকৃবি প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দিন, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম, সহকারী প্রক্টর ড. মো. শফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মো. রিজওয়ানুল হক প্রমুখ।

ক্যাম্পাসের হোটেলগুলোতে দাম বাড়ার সঙ্গে সঙ্গে অধিকাংশ হোটেলে খাবারের স্বাদ ও মান দুটোই কমেছে। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তবে, অভিযানের কাউকে জরিমানা করা হয়নি।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দিন বলেন, সরজমিনে হোটেলগুলো পরিদর্শন করেছি। অনেক হোটেলে গিয়ে শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পেয়েছি। আমরা হোটেল মালিকদের ডেকে সভা করেছি। তাদের সংশোধন হওয়ার কথা জানিয়ে খাবারের মূল্য তালিকা টাঙানোর আল্টিমেটাম দিয়েছি।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।