বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গুলোর র‌্যাঙ্কিং করা হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন সরকারি বেসরকারি মিলে দেশে শতাধিক বিশ্ববিদ্যালয় রয়েছে।

এতে অধিক সংখ্যক শিক্ষার্থী উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে কিন্তু উচ্চ শিক্ষার মান সন্তোষজনক নয়। বিশ্ব র‌্যাংকিং এ দেশের কোন বিশ্ববিদ্যালয় সেরার তালিকায় স্থান পায় না।

সে বিষয়ে প্রশ্ন তুললে বিশ্ব র‌্যাংকিং কর্তৃপক্ষ জানায় আগে দেশের বিশ্ববিদ্যায়য়ের মধ্যে র‌্যাংকিং করতে হবে তারপর আন্তর্জাতিকভাবে গন্য করা হবে। সেকারনে এখন থেকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং করা হবে।

আজ বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত দুইদিন ব্যাপি এক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

যবিপ্রবির শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান অনুষদের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে তিনি আরও বলেন নতুন প্রজন্মের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে এ বিশ্ববিদ্যালয়টি অনেক ক্ষেত্রেই সাফল্য দেখিয়েছে।

যে কারনে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা এখানে পড়তে চায়। এবং চলতি শিক্ষাবর্ষে এখানকার ৭১০ টি আসনের জন্য ৪৬ হাজার শিক্ষার্থী এখানে ভর্তির জন্য আবেদন করেছিল। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবিই প্রথম শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ খুলে সাফল্য দেখিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে জ্ঞান ও প্রযুক্তি আমদানি করেছি, এখন সময় এসেছি নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে জ্ঞান ও প্রযুক্তি রপ্তানী করার। অনেক সীমাবদ্ধতার মধ্যেও বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে গবেষনার ক্ষেত্রে বরাদ্ধ বাড়িযেছে। এগুলোর সৎব্যবহার করার জন্য শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ডক্টর আব্দুস সাত্তার সেমিনারের সভাপতিত্ব করেন। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের যাত্রা শুরু করে। দেশবাসী ইতিমধ্যে এর সুফল পেতে শুরু করেছে।

জাতীয় পর্যায়ে এখানকার বেশ কিছু শিক্ষার্থী সাফল্য দেখিয়েছে। এ সাফল্য আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত পৌছানোর প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর এস এম ওহাহিদুজ্জামান বলেন, এ ধরনের আন্তর্জাতিক সেমিনার শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞানের প্রসার বাড়াবে।

সেমিনারে উচ্চ শিক্ষার মান উন্নয়ন প্রকল্পের (হেকায়েজ) পরিচালক গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত বলেন, অনেক সীমাবদ্ধতার মধ্যও সরকার বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা ও গবেষনার জন্য বরাদ্ধ দিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা যদি এটাকে কাজে লাগিয়ে নতুন নতুন জ্ঞান সৃষ্টিতে নিয়োজিত থাকে তাহলে দেশ উপকৃত হবে।

অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন সেমিনার আয়োজক কমিটির সদস্য সচিব ডক্টর নাসিম রেজা। সেমিনারে ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও গবেষকেরা অংশ নেন।

এর আগে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমের উদ্বোধন করেন। এসময় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর আক্তারুজ্জামানের সাথে কথা বলেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।