বদরুন্নেসা কলেজে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০

Image

ছাত্রলীগের ছাত্রসমাবেশ শেষে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ শাখা ছাত্রলীগর দুই গ্রুপের হাতাহাতির ঘটনা হয়েছে। এতে দশজন আহত হয়েছেন বলে জানা গেছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলেজ ক্যাম্পাসে শাখা ছাত্রলীগের সভাপতি সেলিনা আক্তারের অনুসারীদের সঙ্গে শাখা সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমনের অনুসারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

আরো পড়ুন: ব্যানবেইসে তথ্য হালনাগাদের নির্দেশ মাউশির

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের কর্মসূচি শেষে সন্ধ্যায় ক্যাম্পাসে ফেরার পথে হোস্টেলে ঢুকতে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

কলেজটির কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমুনের অনুসারীদের অভিযোগ, তাদের ওপর প্রথম হামলা চালান সভাপতির অনুসারী ওহি, লাবনী, লক্ষ্মী, শ্রুতি ও সাদিয়া। পরে আরো বেশ কয়েকজন মিলে হল গেটের ভেতরে টেনে নিয়ে সাত-আটজনকে মারধর করেন। এতে শাকিলা, তনিমা, শাহিনুর, দোলন, হাফসাসহ বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী আহত হন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।