ব্যানবেইসে তথ্য হালনাগাদের নির্দেশ মাউশির

Image

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ব্যানবেইস কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক জরিপ ২০২৩ এর কার্যক্রম নির্ধারিত তারিখের মধ্যে বাস্তবায়নে্র নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আরো পড়ুন: অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু কাল

বৃহস্পতিবার মাউশির সহকারী পরিচালক মিনহাজ উদ্দীন আহাম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) দেশের সকল প্রাথমিকোত্তর শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষাতথ্য ও পরিসংখ্যান সংগ্রহ, সংকলন এবং সরবরাহ করে থাকে।

এসকল তথ্যের ভিত্তিতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয় বিধায় দেশের সকল সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সহ অধিদপ্তরের আওতাধীন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য নির্ধারিত তারিখের মধ্যে ব্যানবেইস সার্ভারে (www.banbeis.gov.bd) নির্দেশিকা অনুসরণপূর্বক আপলোড করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।