বঙ্গবন্ধুর লেখা বইয়ের পাইরেটেড কপি বিক্রি, ৪ জনের সাজা

নিজস্ব প্রতিবেদক | ০৭ নভেম্বর, ২০২০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত বইয়ের পাইরেটেড কপি বিক্রির অভিযোগে চারজনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার এক সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. ওয়ালিদ হোসেন জানান, গত বৃহস্পতিবার দুপুরে নিউ মার্কেট এলাকার ইসলামিয়া মার্কেটের বিভিন্ন বইয়ের দোকানে অভিযান চালানো হয়।

একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহায়তায় এই অভিযান চালিয়ে বাংলা একাডেমি প্রকাশিত জাতির পিতা বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘কারাগারের রোজনামচা’, ‘আমার দেখা নয়াচীন’ ও ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের ২০টি পাইরেটেড কপি জব্দ করা হয় বলে জানান তিনি।

এসব বই বিক্রি করায় ইসলামীয়া মার্কেটের বই বাজার প্রকাশনীর সৈয়দ রবিউজ্জামানকে দেড় বছর কারাদণ্ড, চাঁদপুর বুক সেন্টারের মো. হামিদকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড, জিসান-১ বুক সেন্টারের মো. সাগরকে ১০ হাজার টাকা জরিমানা এবং জিসান-২ বুক সেন্টারের মো. সোহেল রানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।