ফেব্রুয়ারির মাঝামাঝি এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষা

৩২ হাজার নতুন শিক্ষকের যোগদান

আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর আগামী বছর জুন মাসের মাঝামাঝি এ বছরের সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

গত ২৬ নভেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর থেকে আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা তাদের পরীক্ষার সময় ও সিলেবাস নিয়ে উদগ্রিব।

আরো পড়ুন: নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি অভিভাবকদের বুঝিয়ে রিপোর্ট কার্ড হস্তান্তরের নির্দেশ

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের জানান, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি এসএসসি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা আছে। তবে এখনো পর্যন্ত তারিখ নির্ধারণ হয়নি। পূর্ণাঙ্গ সিলেবাসে পূর্ণ নম্বরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।