প্রাথ‌মিক শিক্ষক‌দের নন ভ্যা‌কেশনাল ঘোষণার দাবী

মাহবুবর রহমান,১০মে:
প্রাথ‌মিক ‌শিক্ষক‌দের যে সময় ভ্যা‌কেশনাল ঘোষণা করা হয় তখন নন ভ্যা‌কেশনাল ডিপার্ট‌মে‌ন্টের চে‌য়ে ভ্যা‌কেশনাল প্রাথ‌মিক শিক্ষক‌দের বাৎস‌রিক ছু‌টি ‌বে‌শি ছিল।
সেই সময় নন ভ্যা‌কেশনাল ডিপার্ট‌মে‌ন্টের সাপ্তা‌হিক ছু‌টি ০১ দিন, শুধু শুক্রবার ছিল কিন্তু বর্তমা‌নে নন ভ্যা‌কেশনাল ডিপার্ট‌মে‌ন্টের সাপ্তা‌হিক ছু‌টি ০২ দিন, শুক্রবার ও শ‌নিবার।



ক) প্রাথ‌মি‌ক শিক্ষক‌দের ছুটিঃ
সাপ্তা‌হিক ছু‌টি ও বাৎস‌রিক ছু‌টি মোট ৫২+৭৫= ১২৭ দিন (য‌দিও প্রধান শিক্ষকের হা‌তে ০৩ দিন সংর‌ক্ষিত ছু‌টি অধিকাংশই ভোগ ক‌রেন না)

খ) প্রাথ‌মি‌ক শিক্ষক‌দের সাপ্তা‌হিক কর্মঘন্টা (৯:০০টা~৪:৩০টা)ঃ
শনিবার থে‌কে বৃহস্প‌তিবার ০৬ দিনে ‌মোট ৪৩ ঘন্টা।

অপর দি‌কে,
ক) নন ভ্যা‌কেশনাল ডিপার্ট‌মে‌ন্টের ছু‌টিঃ

সাপ্তা‌হিক ছু‌টি ও বাৎস‌রিক ছু‌টি মোট ১০৪+২৪ (সরকারী ছু‌টি দু’ এক‌দিন কম বে‌শি হ‌তে পা‌রে)=১২৮ দিন।

খ) নন ভ্যা‌কেশনাল ডিপার্ট‌মে‌ন্টের সাপ্তা‌হিক কর্মঘন্টা (৯:০০টা~৫:০০টা)ঃ
র‌বিবার থে‌কে বৃহস্প‌তিবার ০৫ দি‌নে মোট ৪০ ঘন্টা।

‌বৈষম্যঃ
১) প্রাথ‌মিক শিক্ষকরা ভ্যা‌কেশনাল কর্মচারী হওয়ায় শ্রা‌ন্তি বি‌নোদন ছু‌টি না পাওয়া।
২) প্রাথ‌মিক শিক্ষকরা ভ্যা‌কেশনাল কর্মচারী হওয়ায় অর্জিত ছু‌টি না পাওয়া।
৩) প্রাথ‌মিক শিক্ষকরা ভ্যা‌কেশনাল কর্মচারী হওয়ায় অর্ধ গড় হি‌সে‌বে ছু‌টি গণণা।
৪) প্রাথ‌মিক শিক্ষকরা ভ্যা‌কেশনাল হওয়ায় চাকুরী শে‌ষে পাওনা সা‌পে‌ক্ষে ছুটি অর্ধ গড় হি‌সে‌বে গণণা, আর্থিক ভা‌বে যা নন ভ্যা‌কেশনাল কর্মচারী‌দের চে‌য়ে অর্ধেক।
৫) প্রাথ‌মিক শিক্ষকরা ভ্যা‌কেশনাল কর্মচারী হওয়ায় শ্রা‌ন্তি বি‌নোদন ছু‌টি রমজা‌নের ছু‌টি দে‌খি‌য়ে ছু‌টি মঞ্জুর করা হয় তা‌তে যথা সম‌য়ে শ্রা‌ন্তি বি‌নোদন ভাতা পাওয়া সম্ভব হয় না।

অপর দি‌কে,
১) নন ভ্যা‌কেশনাল কর্মচারী‌দের ছু‌টি পূর্ণ গড় হি‌সে‌বে গণণা করা হয় এবং গড় বেত‌নে সকল সু‌বিধা প্রাপ্ত হয়।

ছু‌টি ও কর্মঘন্টা ‌হি‌সে‌বে প্রাথ‌মিক শিক্ষকরা নন ভ্যা‌কেশনাল কর্মচারী‌দের তুলনায় কম ভোগ ক‌রেন।

প্রাথ‌মিক শিক্ষক‌দের নন ভ্যা‌কেশনাল কর্মচারী হি‌সে‌বে গণণার ন্যায় সঙ্গত দাবী বাস্তবায়‌নের জন্য ছু‌টি ও কর্মঘন্টার চিত্র তু‌লে ধরলাম সেই স‌ঙ্গে সং‌শ্লিষ্ট কর্তৃপ‌ক্ষের সুদৃ‌ষ্টি কামনা কর‌ছি।

‌লেখক: মাহবুবর রহমান,সহকারী শিক্ষক,‌জয়পুরহাট
আরো পড়ুন
শিক্ষায় বাধা শিক্ষকদের শিক্ষাবহির্ভূত কর্মে সম্পৃক্ত করা

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।