প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু রবিবার

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৩ নভেম্বর রবিবার থেকে শুরু হচ্ছে প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষার সমাপনী পরীক্ষা। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে দুপুর দেড়টা পর্যন্ত। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, এবারের পরীক্ষার্থীর সংখ্যা ৩১ লাখ। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেবে ২৭ লাখ ৮৮ হাজার ৫৪৪ জন ছাত্রছাত্রী। এর মধ্যে ছাত্র ১২ লাখ ৮২ হাজার ৭৯ জন। ছাত্রী ১৫ লাখ ৬ হাজার ৪৬৫ জন। এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৫ হাজার ৭২১ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫৭ হাজার ৪৪৮ জন এবং ছাত্রী ১ লাখ ৪৮ হাজার ২৭৩ জন। এবারের দুই পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা ২লাখ ১৫ হাজার ২১১ জন বেশি। সারাদেশে ৬ হাজার ৭৯১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।