প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় সাধারন সম্পাদক পলাতক

সারা দেশে প্রাথমিক শিক্ষক সমিতির অস্তিত্ব সংকটে

bptaনিজস্ব প্রতিবেদক:

প্রতারণার অভিযোগ প্রমাণ হওয়ায় দণ্ডপ্রাপ্ত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম তোতা এখন পলাতক। তার  বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য আবেদন জানিয়েছেন খোজরোজ কিতাব মহলের স্বত্ত্বাধীকারী মাওলানা আবদুল মালেক। ফলে সারা দেশে প্রাথমিক শিক্ষক সমিতি অস্তিত্ব হুমকির মুখে।

কারাদণ্ড হলেই বরখাস্ত হওয়ার বিধান থাকলেও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের ম্যানেজ করে কৌশলে বরখাস্ত এড়িয়ে যাচ্ছেন ।

প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর করা ওই আবেদনে বলা হয়, ঢাকা মেট্রােপলিটন ম্যাজিট্রেট আদালত-২৯, দণ্ডবিধির ৪২০ ধারা অনুযায়ী অর্থ আত্মসাতের কারণে আনোয়ারুল ইসলাম তোতাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা জরিমানা করেছেন।

২০১৫ খ্রিষ্টাব্দের ২৭ সেপ্টেম্বর আদালত এ আদেশ দেন। চাকরিবিধি অনুযায়ী ওই তারিখ থেকেই তোতাকে চাকরিচ্যুত করার নিয়ম থাকলেও তাকে নিয়মিত বেতনভাতাদি প্রদান করা হচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

২০১৬ খ্রিষ্টাব্দের ২৩ মার্চে করা আবেদনে এখনও পর্যন্ত আদালতের রায় কার্যকরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো রকম আইনানুগ ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন আবদুল মালেক।

জানা গেছে, ঢাকার পুস্তক প্রকাশক খোশরোজ কিতাব মহলের কাছ থেকে শিক্ষা উপকরণ নিয়ে তা স্কুলে স্কুলে বিক্রি করতেন আনোয়ারুল। বিনিময়ে মোটা অংকের কমিশন পেতেন খোশরোজ কিতাব মহলের কাছ থেকে। দৈনিকশিক্ষার হাতে থাকা আদালতের আদেশের কপিতে দেখা যায়, খোশরোজ কিতাব মহলের মালিক মহিউদ্দিন আহম্মেদের কাছ থেকে মামলার আসামি আনোয়ারুল তার ব্যক্তিগত প্রয়োজনে ২৮ লাখ টাকা নেয়। ২০০৮ সালের ১ নভেম্বর আনোয়ারুল ইসলাম তোতা ১৬ লাখ টাকা পরিশোধ করেন। কিন্তু বাকি ১১ লাখ টাকা সময়মতো পরিশোধ না করায় জড়িত খোশরোজ কিতাব মহলের প্রতিনিধি ও অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক স্কুল শিক্ষক আ কা ফলজুল হক আনোয়ারুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এদিকে শিক্ষক সমাজের কেন্দ্রিয় নেতা জানান, সারা দেশে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক আলাদা আলাদা সমিতি গড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির অস্তিত্ব হুমকির মুখে। যদিও দু-বছর আগে সমিতির মেয়াদ শেষ হওয়ায় আর কোন কার্যক্রম না থাকায় সারা দেশে সহকারী শিক্ষকদের একমাত্র সংগঠন প্রাথমিক শিক্ষক সমাজের ছায়াতলে সকলকে আসার আমন্ত্রন জানিয়েছে শিক্ষক সমাজের সভাপতি।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারুল ইসলাম তোতা  জানান, এটি সম্পূর্ণ একটি মিথ্যা মামলা। এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র। এ মামলার রায়ের বিরুদ্ধে আদালতে আাপিল করেছেন বলে জানান তিনি। বরখাস্ত এড়াচ্ছেন কীভাবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আল্লাহর অসীম রহমতে’।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।