প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি: গণিত

Image

১. ত্রিভুজের দুটি কোণের অনুপাত ২: ৩। একটি কোণ ৭৫° হলে, অন্য দুটি কোণের পরিমাণ কত?
(ক) ৪০, ৬৫ (খ) ৪২, ৬৩
(গ) ৪৫, ৬০ (ঘ) ৩৫, ৭০

২. ১২টি কমলার ক্রয়মূল্য ৮টি কমলার বিক্রয়মূল্যের সমান হলে, শতকরা লাভের হার কত?
(ক) ৭৫% (খ) ৭২%
(গ) ৬৫% (ঘ) ৫০%

৩. -২ +(-২)-{- ২(২)}-২ এর মান কত?
(ক) ১ (খ) ২ (গ) -২ (ঘ)-১

৪. যদি ৬ জন ছাত্র ৬ মিনিটে ৬ পৃষ্ঠা লিখতে পারে, তবে ১ জন ছাত্রের ১ পৃষ্ঠা লিখতে কত সময় লাগবে?
(ক) ৩ মিনিট (খ) ৬ মিনিট
(গ) ১২ মিনিট (ঘ) ১৫ মিনিট

৫. ২৫: ১২৫ হলে, ৩৬:?
(ক) ১৩৬ (খ) ২৩৬
(গ) ১১৬ (ঘ) ২১৬

৬. ১ থেকে ১০ পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত?
(ক) ৮ (খ) ৬ (গ) ৪ (ঘ) ৫

৭. দুটি সংখ্যার গুণফল ১৫৩৬ এবং তাদের ল.সা.গু ৯৬ হলে, গ.সা.গু কত?
(ক) ১৬ (খ) ১২ (গ) ৮ (ঘ) ৬

৮. একটি ঘনকের একটি ধারের দৈর্ঘ্য ৪ মিটার হলে, তার তলগুলোর ক্ষেত্রফল কত?
(ক) ৩৬ বর্গমিটার
(খ) ৪৪ বর্গমিটার
(গ) ৪৮ বর্গমিটার
(ঘ) ৯৬ বর্গমিটার

৯. দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ৪৭। সংখ্যা দুটি কী কী?
(ক) ২০, ২৭ (খ) ২১, ২৬
(গ) ২২, ২৫ (ঘ) ২৩, ২৪

১০. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?
(ক) ২/৫ (খ) ৩/১০
(গ) ৪/১৫ (ঘ) ৭/২০

১১. একদল গরু এবং মুরগির পায়ের সমষ্টি তাদের মাথার সমষ্টির দ্বিগুণ থেকে ১৪ বেশি। ওই দলে কতগুলো গরু আছে?
(ক) ৫ (খ) ৭ (গ) ১১ (ঘ) ১৩

১২. ইমন থেকে ৮ মিটার দক্ষিণে দাঁড়িয়ে আছে রনি। রনি থেকে ৬ মিটার পশ্চিমে দাঁড়িয়ে আছে রবিন। ইমন ও রবিনের মধ্যে দূরত্ব কত মিটার?
(ক) ৭ (খ) ৮ (গ) ১০ (ঘ) ১২

১৩. একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি, ৫৫ থেকে তত কম, সংখ্যাটি কত?
(ক) ১২ (খ) ২৪ (গ) ৩০ (ঘ) ৪৩

১৪. জামিল সাহেব ১০% মুনাফায় ব্যাংকে ৩০০০ টাকা জমা রাখেন। প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন__
(ক) ৩১০০ (খ) ৩২০০
(গ) ৩২৫০ (ঘ) ৩৩০০

১৫. ২টি ক্রমিক পূর্ণসংখ্যা নির্ণয় করুন, যাদের বর্গের অন্তর ৯ হবে।
(ক) ৪ ও ৫ (খ) ৫ ও ৬
(গ) ৬ ও ৮ (ঘ) ৭ ও ৮

১৬. তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে কত যোগ করলে যোগফল ৫ ও ৭ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
(ক) ২ (খ) ৫ (গ) ৭ (ঘ) ৯

উত্তরমালা: ১. খ ২. ঘ ৩. গ ৪. খ
৫. ঘ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. ঘ
১০. ক ১১. খ ১২. গ ১৩. ঘ
১৪. খ ১৫. ক ১৬. খ

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।