চুয়াডাঙ্গা মেহেরপুরসহ সারা দেশে প্রাথমিক শিক্ষকরা কর্মবিরতিতে যাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক: সরকারি ছুটির তালিকা সংশোধনের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার থেকে আন্দোলনে যাচ্ছেন সারা দেশের প্রাথমিক শিক্ষকরা। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির আগে আধা ঘণ্টা কর্মবিরতি পালন করবেন তারা।
বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষক অধিকার সুরক্ষা ফোরামের আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শিক্ষকদের এ আন্দোলনে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতিসহ শিক্ষকদের বিভিন্ন সংগঠন সংহতি জানিয়েছে।

এ ব্যাপারে প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রিয় কমিটির সিনিয়ার যুগ্ন সাধারন সম্পাদক স্বরুপ দাস বলেন শিক্ষকদের এ দাবীগুলো যোক্তিক। তািই তারা  প্রাথমিক শিক্ষক অধিকার সুরক্ষা ফোরামের সাথে একাত্নতা ঘোষনা করে কর্মবিরতি পালন করতে যাচ্ছে।

শিক্ষকদের দাবির মধ্যে জাতীয় দিবসসহ বিশেষ দিবসগুলোকে কর্মদিবস হিসেবে গণ্য, এসব ছুটি গ্রীষ্মের ছুটির সঙ্গে সমন্বয় করে ১৫ দিন নির্ধারণ, বিনোদন ভাতা ৩ বছর পরপর প্রাপ্তির নিশ্চয়তা বিধান করা এবং প্রধান শিক্ষকদের হাতে আগের মতো সংরক্ষিত ছুটি রাখা প্রভৃতি উল্লেখযোগ্য।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।