প্রাথমিক শিক্ষকদের সবচেয়ে বড় সমস্যা বদলি

Image

নিজস্ব প্রতিবেদক,১৬ সেপ্টেম্বর ২০২২: বর্তমান সময়ে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বদলি। গত ৩ বছর যাবত প্রাথমিকে বদলী বন্ধ ছিল। ব্যাপক আলোচনার পর গত ১৫ সেপ্টেম্বর ২০২২ প্রথমবারের মত অনলাইনে প্রাথমিক বদলি শুরু হলেও বদলিতে দেখা যাচ্ছে নানাবিধ সমস্যা। বিভিন্ন শর্তের বেড়াজালে ১০% শিক্ষকও বদলী হতে পারবে না বলে জানাচ্ছেন একাধিক শিক্ষক।

ফেসবুকে বদলি নিয়ে নানাবিধ সমস্যার কথা জানাচ্ছে একাধিক শিক্ষক ।

নুরনবি নামে একজন শিক্ষক লিখেছেন অনলাইন শিক্ষক বদলি অপশনে ক্লিক করে ভিতরে ঢুকার পর বদলির আবেদন এ ক্লিক করলাম।দেখালো”দুঃখিত আপার স্বাক্ষর পাওয়া যায়নি। বদলি আবদন করতে স্বাক্ষর আপলোড করুন। নিচে স্বাক্ষর আপলোড কলার অপশন দেখতে পেয়ে সেখানে গিয়ে স্বাক্ষর আপলোড করলাম। অনেক চেষ্টার পর স্বাক্ষর আপলোড করতে পারলাম।কিন্তু তার পর দেখাচ্ছে– দুঃখিত ! রিভিউ এর জন্য র্উদ্ধতন কর্ম কর্তা খুঁজে পাওয়া যায়নি। এখন আদলির আবেদন এ ক্লিক করলে বার বার এ লেখাই দেখাচ্ছে। সমাধানের উপায় কী? কেউ জানাবেন প্লিজ।
Screenshot 2022 09 16 at 11 48 10 8 Facebook

রতনা দাস নামে এক শিক্ষক লিখেছেন ১ঃ৪০ শর্তের বেড়াজালে বদলি হতে পারছেন না। আবার কোন বিদ্যালয়ে ৫ জন শিক্ষকের বিপরীতে ছাত্রছাত্রী ২০০ এর অধিক হলে আবেদন গ্রহন হচ্ছেনা।
কারও কারও আবার আবেদন করতে পারলেও ওটিপি আসছে না।

এসব সমস্যা নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক কর্মকর্তা জানান, সফটওয়ারটি নতুন হওয়ায় সাময়িক কিছু সমস্যা হচ্ছে। আমরা সেগুলো দ্রুত সমাধানের চেষ্টা করছি।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।