প্রাথমিক শিক্ষকদের গ্রেড নিয়ে সুখবর

primary_shiksha

নিজস্ব প্রতিবেদক,২১ জানুয়ারী:
ঘোষণার পর দীর্ঘ ১১ মাস পরেও এখনো বাস্তবায়ন হয়নি প্রাথমিক শিক্ষকদের ১৩তম গ্রেড। এজন্য সহকারী শিক্ষকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এছাড়া কোন শিক্ষক এ বেতন গ্রেড পাবেন বা পাবেন না তা নিয়েও শিক্ষকদের মধ্যে চলছিল নানা গুঞ্জন।

এ অবস্থায় অর্থ মন্ত্রণালয় একটি সরকারি আদেশ জারি করেছে। এর ফলে ২০১৯ সালের আগে নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষক ১৩তম গ্রেড পাবেন। অর্থমন্ত্রণালয়ের অর্থবিভাগ থেকে প্রকাশিত আদেশে স্বাক্ষর করেন অর্থমন্ত্রণালয়ের উপসচিব রওনক আফরোজা সুমা।

আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা-২০১৯ জারির পূর্বে নিয়োগপ্রাপ্ত শিক্ষক যারা কর্মরত আছেন, তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলপূর্বক বেতনগ্রেড নির্ধারণে নিম্নোক্ত শর্তে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো।

এ বিষয়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির বিভাগীয় সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারন সম্পাদক স্বরুপ দাস বলেন, এর ফলে যেসব শিক্ষক এসএসসি পাস সেসব শিক্ষকও ১৩তম গ্রেড পাবেন। এজন্য তিনি অর্থমন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। পাশাপাশি প্রধান শিক্ষকদের ৯/৩/১৪ হতে বকেয়া টাইমস্কেল প্রদানের অনুরোধ জানান।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।