প্রাথমিক বৃত্তি পরীক্ষার সিলেবাস

Image

নিজস্ব প্রতিবেদক, ১১ ডিসেম্বর, ২০২২:

আগামী ২৯ ডিসেম্বর ২০২২ প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১১টায় উপজেলা পর্যায়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃত্তি পরীক্ষার জন্য শিক্ষার্থী নির্বাচনে আগামী ২১ ডিসেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর সিলেবাস
প্রাথমিক বৃত্তি পরীক্ষা হবে ৪ বিষয়ে।
বাংলা=২৫, ইংরেজি=২৫, গণিত=২৫ এবং বিজ্ঞান=২৫ মোট=১০০ নম্বরের পরীক্ষা হবে।
পরীক্ষার সময়-২ ঘন্টা।
৬০% প্রশ্ন থাকবে এমসিকিউ পদ্ধতিতে আর ৪০% প্রশ্ন থাকবে লিখিত ।
কেমন হতে পারে প্রশ্নের মান বন্টনঃ
বিষয় : বাংলা- ২৫
১) অনুচ্ছেদ ১টি (পাঠ্যবই হতে)
ক) সঠিক উত্তরটি লেখ : ৫টি ৫নম্বর,
খ) শূন্যস্থান পূরণ কর : ৫টি ৫ নম্বর,
গ) প্রশ্ন উত্তর লেখ : জ্ঞান-১, অনুধাবন-১ এবং প্রয়োগ-১ মোট প্রশ্ন ৩টি, নম্বর-১+২+২=৫ নম্বর,
২) শব্দ দিয়ে বাক্য তৈরি/যুক্তবর্ণ দিয়ে বাক্য তৈরি ৫টি ৫ নম্বর,
ত) চিঠি/ আবেদন পত্র বা অনুচ্ছেদ লেখা, যে কোন একটি ৫ নম্বর।

আরো পড়ুনঃ প্রাথমিকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন ২০ শতাংশ শিক্ষার্থী
Sub : English- 25
1) Read the text and answer the following questions:
a) Write the correct answer-5, mark-5,
b) Fill in the blank-5, mark-5
c) Answer the following questions-3, msrk-1+2+2=5
2) Re-arrange sentence to make sence/wh question-5, mark-5,
3) Letter/composition or fill in a form-5 mark.

বিষয় : প্রাথমিক গণিত- ২৫
১) সঠিক উত্তরটি লেখ-
(জ্ঞান-৫টি, অনুধাবন-৩টি, প্রয়োগ-২টি মোট ১০টি)- ১০ নম্বর,
২) সংক্ষিপ্ত উত্তর লেখ-
(জ্ঞান-১টি, অনুধাবন-২টি, প্রয়োগ-২টি মোট ৫টি)- ৫ নম্বর,
৩) সমস্যা সমাধান-(৪টির মধ্যে ২টি)
প্রতিটি সমস্যায় ৩টি করে প্রশ্ন থাকবে- (জ্ঞান-১, অনুধাবন-১, প্রয়োগ-১, মোট ৩টি)- ৩ নম্বর করে মোট ৬ নম্বর।
৪) জ্যামিতি- ৪ নম্বর।
বিষয় : বিজ্ঞান-২৫
১) সঠিক উত্তরটি লেখ- ৫টি, ৫ নম্বর,
(জ্ঞান-১, অনুধাবন-২, প্রয়োগ-২ মোট ৫টি)
২) শূন্যস্থান পূরণ কর- ৫ টি ৫ নম্বর,
৩) ডান পাশের শব্দের সাথে বাম পাশের শব্দের মিল করঃ ৫ টি ৫ নম্বর,
৪) প্রশ্নের উত্তর লেখ- (৫ টির মধ্যে ৩ টি)
(জ্ঞান-১টি, অনুধাবন-১টি, প্রয়োগ-১টি)
মোট নম্বর- ৩+৩+৪=১০

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।