প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্তিতে বদলি বাতিল

Image

ডেস্ক্,১৩ ডিসেম্বর ২০২২: সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সব ধরনের শিক্ষকের সংযুক্তি বদলি বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

অফিস আদেশে জানানো হয়, সংযুক্তিতে থাকা শিক্ষকদের ১৫ ডিসেম্বরের মধ্যে মূল কর্মস্থলে যোগদান করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীনের গত ৮ ডিসেম্বর সই করা আদেশটি মঙ্গলবার (১৩ ডিসেম্বর) জারি করা হয়।

আরো পড়ুন: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ফল কাল

এতে আরও বলা হয়, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতের ভারসম্যহীনতা কমানো, বিদ্যালয়গুলোতে শ্রেণি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও প্রয়োজনীয়তার নিরিখে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়নের স্বার্থে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর (তিন পার্বত্য জেলা ছাড়া) সব ধরনের শিক্ষকের সংযুক্তি আদেশ বাতিল করা হলো।’

অফিস আদেশে শিক্ষকদের যোগদানের তথ্যসহ প্রতিবেদন মহাপরিচালকের দফতরে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে আবশ্যিকভাবে পাঠাতে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।