প্রাথমিকে বাড়ছে না রমজানের ছুটি

Image

নিজস্ব প্রতিবেদক,২২ মার্চ ২০২৩: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রোজার ছুটি আগামী ৭ এপ্রিলই শুরু হচ্ছে। রোজার ছুটি বাড়ানোর কোনো আলোচনা নেই বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা।

আরো পড়ুন: প্রাথমিকে ছুটি শুরু ৭ এপ্রিল, রমজানে ছুটি মাধ্যমিক স্কুল-কলেজ

তারা বলছেন, করোনা মহামারির ছোবলে হওয়া শিখন ঘটতি পূরণে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ১৫ রমজান (চাঁদ দেখা সাপেক্ষে) পর্যন্ত খোলা রাখা হচ্ছে। শিখন ঘাটতি পূরণে কর্মকর্তারা শিক্ষকদের সহযোগিতা চেয়েছেন। ধবার দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

আজ বুধবার দুপুরে অধিদপ্তরের পলিসি ও অপারেশন শাখার পরিচালক মনীষ চাকমা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের রোজার ছুটি আগামী ৭ এপ্রিলই শুরু হচ্ছে। ছুটি বাড়ানোর বিষয়ে কোনো আলোচনা নেই। যারা বলছেন আলোচনা হচ্ছে তারা না জেনে বলছেন। রোজার ছুটি ১৫ রমজানই শুরু হচ্ছে।

তিনি আরো বলেন, করোনার সময় দীর্ঘদিন স্কুল বন্ধ রাখায় আমাদের শিশুরা শিখন ঘাটতির সম্মুখীন হয়েছেন। তাদের সে ঘাটতি পূরণে ৭ এপ্রিল পর্যন্ত স্কুলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। সে সিদ্ধান্তই বহাল আছে। আর ১৫ রমজান পর্যন্ত স্কুল খোলা থাকলেও ৮ দিন ক্লাস চলবে। আমি আশা করি, এ ৮ দিনের বিষয়ে শিক্ষকরা সহযোগিতা করবেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।